আন্তর্জাতিক ডেস্ক: ভিক্ষাবৃত্তির মতো অমর্যাদাকর কাজে লিপ্ত হওয়ার অভিযোগে চলতি বছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে ৫১ হাজারের বেশি পাকিস্তানি নাগরিককে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। পাকিস্তানের কেন্দ্রীয় তদন্ত সংস্থা (এফআইএ) দেশটির জাতীয় পরিষদের স্ট্যান্ডিং কমিটিকে এই চাঞ্চল্যকর তথ্য জানিয়েছে।এফআইএ-এর মহাপরিচালক জানান, ফেরত পাঠানো নাগরিকদের মধ্যে সর্বোচ্চ সংখ্যক এসেছে মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে। এর মধ্যে সৌদি আরব থেকে ২৪ হাজার, সংযুক্ত আরব আমিরাত থেকে ৬ হাজার এবং আজারবাইজান থেকে ২ হাজার ৫০০ পাকিস্তানিকে ভিক্ষা করার দায়ে বহিষ্কার করা হয়েছে।প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, অনেকে ওমরাহ পালনের নাম করে সৌদি আরব গিয়ে সেখান থেকে অবৈধভাবে ইউরোপে প্রবেশের চেষ্টা চালাচ্ছেন। এছাড়া পর্যটক ভিসায় কম্বোডিয়া ও মিয়ানমার গিয়ে হাজার হাজার পাকিস্তানি নাগরিক আর ফিরে আসেননি বলে জানায় তদন্ত সংস্থাটি। সংস্থাটির মতে, পর্যটন ভিসার আড়ালে মানবপাচার ও অবৈধ অভিবাসনের এই প্রবণতা দেশটির ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে।অনিয়ন্ত্রিত অবৈধ অভিবাসন ও ভিক্ষাবৃত্তির প্রভাবে বিশ্ব পাসপোর্ট র্যাঙ্কিংয়ে পাকিস্তানের অবস্থান ১১৮তম থেকে ৯২-এ নেমে এসেছে। তবে ইতিবাচক দিক হিসেবে এফআইএ জানিয়েছে, গত বছরের তুলনায় এ বছর অবৈধ পথে ইউরোপে যাওয়ার সংখ্যা অর্ধেকে নেমে এসেছে এবং পাকিস্তান এখন শীর্ষ পাঁচটি অবৈধ অভিবাসনকারী দেশের তালিকায় নেই।
























































Discussion about this post