ঢাকা:মহান একুশের প্রথম প্রহরে ঢাকা বিশ্ববিদ্যালয় সাদা দলের নেতৃবৃন্দ ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। এসময় ঢাকা বিশ্ববিদ্যালয় সাদা দলের আহ্বায়ক অধ্যাপক ড. মো. মোর্শেদ হাসান খান, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ড. আব্দুস সালাম ও অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকারের নেতৃত্বে দলটির অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।এছাড়া উপস্থিত ছিলেন সাদা দলের সাবেক যুগ্ম আহ্বায়ক, কলা অনুষদের ডিন এবং একুশ উদযাপন কমিটির সমন্বয়ক অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান, একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের অধ্যাপক ড. মো. শরীফ হোসেন, ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের অধ্যাপক ড. মো. মহিউদ্দিন, ইতিহাস বিভাগের অধ্যাপক ও স্যার পি. জে. হার্টগ ইন্টারন্যাশনাল হলের প্রাধ্যক্ষ এম এ কাউসার, জগন্নাথ হলের প্রাধ্যক্ষ মি. দেবাশীষ পাল, এবং সহকারী প্রক্টরদের মধ্যে ড. মুহা. রফিকুল ইসলাম, ড. এ কে এম নূর আলম সিদ্দিকী, অধ্যাপক ড. আবু আছাদ চৌধুরী, ড. এনামুল হক সজীব, ও ড. শান্টু বড়ুয়া প্রমুখ।এবারের একুশে ফেব্রুয়ারিতে ভাষা শহিদদের স্মরণে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক শোকাবহ পরিবেশে এই শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠিত হয়, যা এক নতুন প্রেরণা ও আন্দোলনের চেতনা তৈরি করে।
Discussion about this post