বিনোদন ডেস্ক: চলতি সময়ের কণ্ঠশিল্পী রুনা বিক্রমপুরী। এর মধ্যে বেশ কিছু গান দিয়ে শ্রোতাদের মনে দাগ কাটেন। এবার ভালোবাসা দিবস উপলক্ষে প্রযোজনা প্রতিষ্ঠান সংগীতা থেকে প্রকাশ হলো ‘বেঈমান’ শিরোনামের একটি গানের মিউজিক ভিডিও। গানটির সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন রেজওয়ান শেখ। মিউজিক ভিডিও নির্মাণ করেছেন এমএইচ রিজভি। গানটি প্রসঙ্গে রুনা বলেন, প্রথমবারের মতো প্রযোজনা প্রতিষ্ঠান সঙ্গীতার সঙ্গে কাজ করেছি। এ গানটি ফোক ধারার হলেও কথা ও সুরে আমার অন্য গানগুলো থেকে নতুন। শ্রোতাদের গানটি ভালো লাগবে বলে আশা করছি। সঙ্গীতার সিইও রবিন ইমরান বলেন, রুনা এ সময়ের শিল্পীদের মধ্যে অনেকের চেয়ে ভালো গান করছেন। তার কণ্ঠেও বেশ মাদকতা আছে। আমরা সব সময় গানে পৃষ্ঠপোষকতা করছি। যেখানে সবাই নাটক নিয়ে ব্যস্ত সেখানে আমরা এখনো নতুন ও জনপ্রিয় শিল্পীদের গান করছি।
Discussion about this post