ঢাকা: প্রধান বিচারপতি ওবায়দুল হাসান পদত্যাগের সিদ্ধান্ত নেওয়ায় ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পাচ্ছেন বিচারপতি আশফাকুল ইসলাম। তিনি সুপ্রিম কোর্টের আপিল বিভাগের একজন বিচারপতি হিসেবে বর্তমানে দায়িত্বপালন করছেন। প্রধান বিচারপতিসহ আপিল বিভাগের ছয় বিচারপতির পদত্যাগের জন্য সময়সীমা বেঁধে দেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। শনিবার (১০ আগস্ট) দুপুর একটার মধ্যে তাদের পদত্যাগের আল্টিমেটাম দেওয়া হয়। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে প্রধান বিচারপতি ওবায়দুল হাসানসহ আপিল বিভাগের ৬ বিচারপতি পদত্যাগের সিদ্ধান্ত নেন। আজকের মধ্যে রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দিবেন তারা। দুপুরে সাংবাদিকদের ওবায়দুল হাসান বলেন, ‘আইন উপদেষ্টার সঙ্গে কথা হয়েছে। আমি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি। তবে এখনো কিছু ফর্মালিটিজ রয়েছে। এগুলো শেষ করে সন্ধ্যার মধ্যে পদত্যাগ করব। ’ সকালে কেন ফুলকোর্ট সভা ডাকা হয়েছিল এমন প্রশ্নের জবাবে প্রধান বিচারপতি বলেন, রোববার থেকে কোর্ট চালানো যায় কি না, শুধু এ বিষয়ে সিদ্ধান্তের জন্যই ভার্চুয়াল পদ্ধতিতে ফুলকোর্ট সভা ডাকা হয়েছিল।
Discussion about this post