স্পোর্টস ডেস্ক: আসন্ন এশিয়া কাপ টি-টোয়েন্টি ফরম্যাটে মুখোমুখি হতে চলেছে ভারত ও পাকিস্তান। আগামী ১৪ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতের দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই বহুল প্রতীক্ষিত ম্যাচ। টুর্নামেন্ট শুরু হবে ৯ সেপ্টেম্বর। আর ভারত তাদের প্রথম ম্যাচ খেলবে ১০ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে।এই ম্যাচ ঘিরে দর্শকদের আগ্রহ তুঙ্গে। এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) ইতোমধ্যে টিকিট বুকিংয়ের পোর্টাল চালু করেছে এবং তিনটি প্যাকেজের অধীনে টিকিট বিক্রি শুরু হয়েছে।টিকিটের প্রথম প্যাকেজের মূল্য ৪৭৫ দিরহাম। বাংলাদেশি অর্থে তা দাঁড়ায় ১৫ হাজার ৭০০ টাকা। এই প্যাকেজে থাকছে গ্রুপ ‘এ’ গ্রুপের ম্যাচের টিকিট। আর এই গ্রুপেই রয়েছে ভারত, পাকিস্তান, ওমান, এবং সংযুক্ত আরব আমিরাত।প্যাকেজ ২-এ রয়েছে সুপার ফোরের ম্যাচের টিকিট। এ প্যাকেজের সবচেয়ে কম দাবি টিকিট ৫২৫ দিরহাম, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৭ হাজার ৪০০ টাকা।আর প্যাকেজ ৩ এমনভাবে তৈরি করা হয়েছে যেন সমর্থকরা দুটি সুপার চার ম্যাচের পাশাপাশি ফাইনালও দেখার সুযোগ পায়। এই প্যাকেজে টিকিটের পাশাপাশি আলাদা করে ম্যাচ টিকিটও কিনতে পারবে দর্শকরা। এই প্যাকেজের সবচেয়ে কম দামি টিকিট ৫২৫ দিরহাম, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৭ হাজার ৪০০ টাকা।এই ম্যাচটি আরও বেশি আলোচিত কারণ এটি হবে পেহেলগাম হামলার পর দুই দলের প্রথম মুখোমুখি লড়াই। রাজনৈতিক টানাপোড়েনের মাঝেও ভারতীয় ক্রীড়া মন্ত্রণালয় জানিয়েছে, দ্বিপাক্ষিক সিরিজ না হলেও বহুপাক্ষিক টুর্নামেন্টে ভারতের অংশগ্রহণে কোনো বাধা নেই।
Discussion about this post