ঢাকা: ভারত থেকে টিসিবি (ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ) কর্তৃক আমদানি করা ১ হাজার ৬৫০ মেট্রিক টন পেঁয়াজ দেশে পৌঁছেছে। সোমবার (১ এপ্রিল) ভোর ৬টার দিকে পেঁয়াজের চালান সিরাজগঞ্জ রেলস্টেশনে এসে পৌঁছায়। সকাল ৯টা থেকে পেঁয়াজের খালাস কার্যক্রম শুরু হয়েছে। সংশ্লিষ্টরা জানান, জনগণের চাহিদার কথা চিন্তা করে আজ থেকেই খোলাবাজারে প্রতি কেজি ৪০ টাকা দরে আমদানি করা পেঁয়াজ বিক্রি শুরু হবে। ট্রেন থেকে পেঁয়াজ নামানো শেষ হলেই ট্রাকের মাধ্যমে সেগুলোকে ঢাকা, চট্টগ্রাম ও গাজীপুরে পৌঁছে দেয়া হবে। সিরাজগঞ্জ রেলওয়ে স্টেশনের ইনচার্জ ইসমাইল হোসেন বলেন, সকাল ছয়টার দিকে ভারতীয় রেলওয়ের ৩১টি পেঁয়াজবোঝাই ওয়াগন স্টেশনে এসে পৌঁছায়। সকাল নয়টায় আসে বাকি ১১টি ওয়াগন। টিসিবির যুগ্ম পরিচালক প্রতাপ কুমার বলেন, ঢাকা ও চট্টগ্রামে সরবরাহ করার জন্য ১০০ জন ডিলারের প্রত্যেককে ১০০ মেট্রিক টন করে পেঁয়াজ দেয়া হবে। বাকিগুলো গাজীপুরের ডিলারদেরকে দেয়া হবে। আজ থেকেই বাজারে ভারত থেকে আনা পেঁয়াজ পাওয়া যাবে।
Discussion about this post