স্পোর্টস ডেস্ক: পেশাদার ম্যাচ খেলতে ভারতে আসবেন, এমনটি হয়তো কখনো ভাবেননি বর্তমান বিশ্ব ফুটবলের অন্যতম সেরা তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। সেই অভাবনীয় বিষয়টিই এবার বাস্তব রূপ নিয়ে আসছে পর্তুগিজ ফরোয়ার্ডের সামনে। এশিয়া অঞ্চলের দ্বিতীয় সারির ক্লাব প্রতিযোগিতা এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগ টু-তে ভারতীয় ক্লাব এফসি গোয়ার বিপক্ষে খেলা পড়েছে সৌদি প্রো লিগের ক্লাব আল নাসরের।অস্বাভাবিক কিছু না ঘটলে আল নাসরের হয়ে ভারতে খেলতে আসবেন রোনালদো। এফসি গোয়ার আতিথেয়তায় রোনালদোর ভারত আগমনকে ঐতিহাসিক মুহূর্ত হিসেবে বর্ণনা করছে দেশটির ফুটবল।অর্থাৎ, গোয়া আল নাসরের সঙ্গে খেলতে সৌদি আরবে যাবে, আবার সৌদি ক্লাবকেও ভারতের মাঠে খেলা হবে। তবে রোনালদো কি ভারতের মাঠে খেলবেন তা এখনো নিশ্চিত নয়। চুক্তির শর্ত অনুযায়ী অ্যাওয়ে ম্যাচে খেলোয়াড়কে বাধ্য করা সম্ভব নয়। তাই, রোনালদোর ভারতে খেলার বিষয়টি পুরোপুরি নির্ভর করছে তার ব্যক্তিগত ইচ্ছার ওপর।যদি রোনালদো না খেলেন, তবুও আল নাসেরের অন্যান্য তারকা ফুটবলার যেমন সাদিও মানে, ফেলিক্স এবং ইনিগো মার্টিনেজ ভারতে খেলতে আসতে পারেন। গোয়ার হোম ম্যাচগুলো গোয়াতেই অনুষ্ঠিত হবে।
Discussion about this post