ডেস্ক রিপোর্ট: ফের ১৫ হাজার ছাড়িয়ে গেল দেশের দৈনিক কোভিড সংক্রমণ। বৃহস্পতিবার (২৮ অক্টোবর) গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত হয়েছেন ১৬ হাজার ১৫৬ জন। বুধবার সংখ্যাটা ছিল ১৩ হাজার ৪৫১। বুধবারের তুলনায় বৃহস্পতিবার দৈনিক সংক্রমণ বেড়েছে প্রায় ২০ শতাংশ।ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুযায়ী, দেশটিতে মোট আক্রান্ত হয়েছেন তিন কোটি ৪২ লাখ ৩১ হাজার ৮০৯ জন। আক্রান্তের পাশাপাশি বৃহস্পতিবার বেড়েছে দেশের দৈনিক মৃত্যুও। গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ৭৩৩ জনের। এর মধ্যে ৬২২ জনের মৃত্যু হয়েছে কেরালায়। গত কয়েক দিন ধরেই দক্ষিণের এই রাজ্যে মৃতের সংখ্যা অনেকটাই বেশি। কেরালা ছাড়া মহারাষ্ট্র (৩৮), কর্নাটক (১৩), তামিলনাড়ু (১২) এবং পশ্চিমবঙ্গে (১৫) মৃতের সংখ্যা বেশি। বাকি সব রাজ্যে তা ১০-এর কম। গত ২৪ ঘণ্টায় বাড়লেও দেশে নিয়ন্ত্রণেই রয়েছে দৈনিক সংক্রমণ। সক্রিয় রোগী কম হওয়ার ধারা বৃহস্পতিবারও অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় ১ হাজার ১৫৬ কমে দেশে এখন সক্রিয় রোগী রয়েছেন এক লাখ ৬০ হাজার ৯৮৯ জন। কয়েকটি রাজ্য ছাড়া দেশের অধিকাংশ রাজ্যেই নিয়ন্ত্রণে রয়েছে সংক্রমণ পরিস্থিতি। কেরালায় ২৪ ঘণ্টায় একটু বেড়ে ফের সাড়ে নয় হাজারের কাছাকাছি পৌঁছে গেছে। মহারাষ্ট্রে অবশ্য তা দেড় হাজারের কম। তামিলনাড়ুতে হাজারের আশপাশে থাকলেও কর্নাটক ও অন্ধ্রপ্রদেশে তা ৫০০-র নিচে নেমেছে। তবে দুর্গাপুজোর পর থেকে পশ্চিমবঙ্গে বেড়েছে আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় এ রাজ্যে আক্রান্ত হয়েছেন ৯৭৬ জন।
Discussion about this post