স্পোর্টস ডেস্ক: পাকিস্তান সুপার লিগে খেলতে নাহিদ রানা ও রিশাদ হোসেন এখন দেশটিতে অবস্থান করছেন। এই সময়ে পাকিস্তানের ছয়টি শহরে আক্রমণ করেছে ভারত। এজন্য দেশটি এখন বেজে উঠেছে যুদ্ধের ডামাডোল। এই পরিস্থিতিতে দুই বাংলাদেশি ক্রিকেটারের নিরাপত্তা নিয়ে চিন্তায় পড়ে গেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মঙ্গলবার (৬ মে) রাতে পাকিস্তানের ছয়টি জায়গায় হামলা চালিয়েছে ভারত। এতে নিহত ও আহতের খবর পাওয়া গেছে। জবাবে পাকিস্তানও হামলা চালিয়েছে লাইন অফ কন্ট্রোলে বা নিয়স্ত্রণ রেখায়। এমন পরিস্থিতিতে পাকিস্তানে অবস্থানরত রিশাদ-নাহিদের নিরাপত্তা নিয়ে তৎপরতা বিসিবির। বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী সুজন গণমাধ্যমকে বলেন, ‘ক্রিকেটারদের সঙ্গে, বাংলাদেশের হাইকমিশনারের সঙ্গে কথা হয়েছে। আমরা পিসিবির সঙ্গেও যোগাযোগ রাখছি। রিশাদ ও নাহিদ এখন নিরাপদে আছে। তিনি আরও বলেন, তারা এখন নিরাপদ বটে, কিন্তু এরপরও তাদের নিয়ে ভাবনার শেষ নেই বিসিবির। তাদের ফিরিয়ে আনার বিষয়টাও ভাবছে বোর্ড।
Discussion about this post