স্পোর্ট ডেস্ক: ভারতের মাটিতে প্রথমবারের মতো দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজ জিতে ইতিহাস গড়ল নিউজিল্যান্ড। গত রোববার (১৮ জানুয়ারি) ইন্দোরে অনুষ্ঠিত সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ ম্যাচে স্বাগতিক ভারতকে ৪১ রানে হারিয়ে ২-১ ব্যবধানে সিরিজ নিশ্চিত করেছে কিউইরা। এর আগে ভারতের মাটিতে সাতটি দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজ খেলে প্রতিবারই হারের স্বাদ পেতে হয়েছিল তাদের, তবে এবার সেই আক্ষেপ ঘুচিয়ে ঐতিহাসিক বিজয় ছিনিয়ে নিল তারা। ইন্দোরে টস হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে শুরুতেই মাত্র ৫ রানে ২ উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়েছিল নিউজিল্যান্ড। তবে সেই বিপদ কাটিয়ে দলকে বিশাল সংগ্রহ এনে দেন ড্যারেল মিচেল ও গ্লেন ফিলিপস। এই দুই ব্যাটারের দুর্দান্ত সেঞ্চুরিতে ভর করে ৮ উইকেটে ৩৩৭ রানের পাহাড় গড়ে কিউইরা। মিচেল ১৩৭ রানের অনবদ্য ইনিংস খেলেন, যা তার শেষ চার ওয়ানডে ইনিংসে তৃতীয় শতক। অন্যদিকে ফিলিপস করেন ১০৬ রান। শেষ দিকে মাইকেল ব্রেসওয়েলের ১৮ বলে ২৮ রানের ক্যামিও ইনিংসটি দলের সংগ্রহকে আরও মজবুত করে। জবাবে ব্যাট করতে নেমে ভারত রোহিত শর্মা ও শুভমান গিলের ব্যাটে ভালো শুরু পেলেও ব্যক্তিগত ১১ রানে অধিনায়ক রোহিত বিদায় নেন। এরপর ক্রিজে এসে একাই লড়াই চালিয়ে যান বিরাট কোহলি। তাকে যোগ্য সঙ্গ দেন নীতিশ রেড্ডি (৫৩) ও হার্ষিত রানা (৫২)। কোহলি ওয়ানডে ক্যারিয়ারের ৫৪তম শতক তুলে নিয়ে ১২৪ রানের লড়াকু ইনিংস খেলেন। এটি ছিল আন্তর্জাতিক ক্রিকেটে তার ৮৫তম সেঞ্চুরি, যার ফলে ১০০ সেঞ্চুরির মালিক শচীন টেন্ডুলকারের আরও কাছে পৌঁছে গেলেন তিনি। ad তবে কোহলি আউট হওয়ার পরপরই তাসের ঘরের মতো ভেঙে পড়ে ভারতের ব্যাটিং লাইনআপ। একই ওভারে কুলদীপ যাদব রান আউট হলে ৪৬ ওভারে ২৯৬ রানেই গুটিয়ে যায় স্বাগতিকরা। ৪১ রানের এই জয়ে ভারতের মাটিতে প্রথমবারের মতো সিরিজ জয়ের উৎসবে মেতে ওঠে নিউজিল্যান্ড।






















































Discussion about this post