স্পোর্টস রিপোর্ট: ভারতের বিপক্ষে আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য ১৬ সদস্যর দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যে দলে আছে বড় চমক। প্রথমবারের মতো ক্রিকেটের বনেদি ফরম্যাটে সুযোগ পেয়েছেন উইকেটকিপার ব্যাটার জাকের আলী অনিক। আজ বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে দল ঘোষণা করে বিসিবি। জাকের আলীর সুযোগ পাওয়া চোটে ভোগা পেসার শরীফুল ইসলামের জায়গায়। এছাড়া পাকিস্তান সফরের দল থেকে আসেনি কোনো পরিবর্তন। অধিনায়ক হিসেবে যথারীতি রয়েছেন নাজমুল হোসেন শান্ত। তার অধীনেই পাকিস্তানে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয় করে টাইগাররা। এছাড়া কাউন্টি খেলে ভারতে দলের সঙ্গে যোগ দেবেন সাকিব আল হাসানও।
বাংলাদেশের টেস্ট স্কোয়াড:
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাদমান ইসলাম, জাকির হাসান, মাহমুদুল হাসান জয়, মুমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, জাকের আলী অনিক, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, নাহিদ রানা, তাইজুল ইসলাম, নাঈম হাসান এবং সৈয়দ খালেদ আহমেদ।
Discussion about this post