আন্তর্জাতিক ডেস্ক: ভারতের উত্তরপ্রদেশের ইটাওয়াতে পৃথক দুটি দেয়াল ধসের ঘটনায় অন্তত ১০ জন নিহত হয়েছেন। শনিবার (২৪ সেপ্টেম্বর) দেশটির সংবাদমাধ্যম এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। গত তিনদিন ধরে উত্তরপ্রদেশে ভারী বৃষ্টি হচ্ছে। এতে স্বাভাবিক জীবনযাত্রায় বিরূপ প্রভাব পড়েছে। ইটাওয়া ছাড়াও ফিরোজাবাদ ও বলরামপুরসহ আরও কয়েকটি জেলা থেকেও মৃত্যুর খবর পাওয়া গেছে। আগামী কয়েকদিন ওই প্রদেশে ভারী বৃষ্টি ও বজ্রপাতের পূর্বাভাস দিয়েছে দেশটির আবহাওয়া অফিস।
Discussion about this post