বিনোদন ডেস্ক: বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খানের বিরুদ্ধে ধারাবাহিকভাবে গুরুতর অভিযোগ করে যাচ্ছেন তার ছোট ভাই অভিনেতা ফয়সাল খান। দুই ভাইয়ের দ্বন্দ্ব নতুন কিছু নয়। বহু বছর ধরেই খান পরিবারের দ্বন্দ্ব নিয়ে বিতর্ক চলছে। সম্প্রতি সেই বিতর্ক নতুন করে আবারও ডানা মেলতে শুরু করেছে।ফয়সাল খানের একের পর এক অভিযোগের তীরে বিদ্ধ হচ্ছেন আমির। সোমবার (১৮ আগস্ট) মুম্বাইয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ অভিনেতা দাবি করেছেন, আপন মাসির সঙ্গে বিয়ের জন্য চাপ দেওয়া হয়েছিল তাকে। এমনকি আমির খানের অবৈধ সন্তান রয়েছে বলেও দাবি করেন ফয়সাল।সম্প্রতি সাংবাদিক বৈঠক করে নিজের পরিবারের সঙ্গে সবরকম সম্পর্ক ছিন্ন করার কথা ঘোষণা করেন ফয়জল খান।সেখানেই আমির খানের ভাইয়ের দাবি, নিজের মাসির সঙ্গে বিয়ের জন্য চাপ দিচ্ছিল পরিবার। উনি সম্পর্কে আমার মায়ের বোন। আমি ওই বিয়ে করতে চাইনি। তাই তখন থেকেই গোটা পরিবারের রাগ আমার ওপর। ওরা আমার ওপর চাপ সৃষ্টি করছিল যাতে আমি বাধ্য হয়ে আমার মাসিকে বিয়ে করি। আমি তখন নিজের কাজ নিয়ে ব্যস্ত ছিলাম। আর বিয়েতে কোনো উৎসাহও ছিল না আমার। ওই ঘটনা নিয়ে পরিবারে মারাত্মক ঝামেলা হয়েছিল। এরপরই আমি পরিবারের থেকে দূরত্ব বজায় রেখে আলাদা থাকা শুরু করলাম।কারণ পরিবারের কারও সঙ্গে দেখা হলেই ওই বিয়ে নিয়ে আমার সঙ্গে কথা হতো আর আমাদের মধ্যে ঝগড়া বেঁধে যেত। আর আমি একদম ঝামেলা, বাকবিতণ্ডা এসব পছন্দ করি না। নিজের মাসির সঙ্গে বিয়েতে আপত্তি তুলেছিলাম বলে আমার মা-ও আমার ওপর রেগে গিয়েছিলেন।’প্রসঙ্গত, ২০০২ সালে ফয়জল খান বিয়ে করেছিলেন। এ প্রসঙ্গে আমিরের ভাই বলেন, ‘সে বছর জানুয়ারি মাসে একটি মেয়ের সঙ্গে আমার আলাপ হয়। আর আগস্টেই আমরা বিয়ে করে নিয়েছিলাম। তবে ২০২২ সালের ডিসেম্বর মাসে আমাদের বিচ্ছেদ হয়। আর ডিভোর্সের পর থেকেই মাসিকে বিয়ের জন্য চাপ দিচ্ছিল আমার পরিবার। সে সময়ে আমাদের পারিবারের গল্প নিয়ে আমি একটা চিঠি লিখেছিলাম। আমার বড় দিদি নিখাতের তিনবার বিয়ে হয়। রিনা দত্তের সঙ্গে ডিভোর্স হওয়ার পর আমির জেসিকা নামের এক সাংবাদিকের সঙ্গে পরকীয়ায় জড়ান। ওদের এক সন্তানও রয়েছে। আমির আবার সে সময়ে কিরণ রাওয়ের সঙ্গে লিভ ইন করছিলেন। এইসমস্ত কথা চিঠিতে লেখায় ওরা আমার ওপর খেপে গিয়েছিল।’মাত্র ৩ বছর বয়সে বলিউড সিনেমায় প্রথম অভিনয় করেন ফয়সাল খান। ১৯৮৮ সালে ‘কেয়ামত সে কেয়ামত তাক’ সিনেমায় অভিনয় করেন। তারপর ‘মেলা’, ‘দুশমনি’, ‘ডেঞ্জার’ প্রভৃতি সিনেমায় দেখা গেছে তাকে। তবে অভিনয়ে এখন নিয়মিত নন ফয়সাল। ২০২২ সালে সর্বশেষ মুক্তি পায় তার অভিনীত ‘ওপান্ডা’ সিনেমা।
Discussion about this post