বগুড়া প্রতিনিধি: মঙ্গলবার রাতে বগুড়ার গাবতলি উপজেলায় ঝগড়া থামাতে গিয়ে বড় ভাই ও তার পরিবারের সদস্যদের কিল ঘুসিতে ছোট ভাই ঠান্ডা মিয়া(৫০) নিহত হয়েছেন। ঠান্ডা মিয়ার পরিবারের সদস্যরা পুলিশের নিকট অভিযুক্তদের বিরুদ্ধে ঠান্ডা মিয়াকে হত্যার বিষয়টি জানান। গাবতলি থানা পুলিশ জানায়, উপজেলার সোনারায় ইউনিয়নের মধ্যপাড়া গ্রামের মৃত কোরবান আলীর বড় ছেলে নুরুল ইসলাম ও তার স্ত্রীর মাজেদা বেগমের সঙ্গে ছেলে ও ছেলের বউ শারমিনের প্রায়ই ঝগড়া হতো। পারিবারিক বিষয়ে প্রায়ই এই ঝগড়া নুরুল ইসলামের ছোট ভাই ঠান্ডা মিয়া পছন্দ করতেন না। মঙ্গলবার রাত ৯ টার দিকে আবার ঝগড়া শুরু হলে ঠান্ডা মিয়া মিয়া বিরক্ত হয়ে এর কারণ জিজ্ঞাসা এবং ঝাগড়া থামাতে বলে। এতে নুরুল ইসলাম তার স্ত্রী ও ছেলে ক্ষিপ্ত হয়। তারা এক পর্যায়ে ঠান্ডা মিয়াকে কিল ঘুষি মারতে থাকে। এতে ঠান্ডা মিয়া ঘটনাস্থলেই মার যান। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠান হয়েছে। গাবতলি থানার ওসি জানান, এঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলমান।
Discussion about this post