আন্তর্জাতিক ডেস্ক: ভারতীয় বংশোদ্ভূতু বুকারজয়ী ব্রিটিশ লেখক সালমান রুশদির ভেন্টিলেটর খুলে নেওয়া হয়েছে। এখন তিনি কথা বলতে পারছেন। সোমবার (১৪ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি। সালমান রুশদির এজেন্ট অ্যান্ড্রু ওয়াইলি এ তথ্য নিশ্চিত করেছেন। তবে এর আগে তিনি জানিয়েছিলেন, সালমান হয়ত একটি চোখ হারাতে পারেন। ৭৫ বছর বয়স্ক সালমান রুশদি নিউ ইয়র্ক অঙ্গরাজ্যে একটি অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় ২৪ বছর বয়সী হাদি মাতার নামে এক তরুণ তাকে ছুরিকাঘাত করে। সে অন্তত ১০ বার রুশদির মুখ, ঘাড়ে ছুরিকাঘাত করে। সালমান রুশদির শারীরিক পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত জানা না গেলেও ভেন্টিলেটর খুলে নেওয়া ও পুনরায় কথা বলতে পারবেন এমন খবরে স্বস্তি প্রকাশ করেছেন বহু লেখক।
Discussion about this post