আন্তর্জাতিক ডেস্ক: ব্রাজিলের রাজধানী রিও ডি জেনেরিওতে জি-২০ শীর্ষ সম্মেলনে যোগ দিতে গিয়েছিলেন প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনা। কিন্তু সেখানে গিয়ে অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে তাকে একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে। মঙ্গলবার (১৯ নভেম্বর) এক প্রতিবেদনে বার্তাসংস্থা রয়টার্স জানায়, প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনা সোমবার ব্রাজিলের রিও ডি জেনেরিওতে জি-২০ সম্মেলনে যোগদানের সময় হাসপাতালে ভর্তি হয়েছেন বলে তার কার্যালয় জানিয়েছে। ব্রাজিলিয়ান এই শহরের সামারিটানো হাসপাতালে তার “অস্বস্তি বা অসুস্থতার” চিকিৎসা করা হচ্ছে বলেও উল্লেখ করা হয়েছে। এদিকে সোশ্যাল মিডিয়ায় দেওয়া পৃথক পোস্টে প্যারাগুয়ের ভাইস প্রেসিডেন্ট পেদ্রো আলিয়ানা বলেছেন, “সামান্য অসুস্থতার” পর তিনি প্রেসিডেন্ট পেনার সাথে কথা বলেছেন। তিনি আরও বলেন, তিনি (প্রেসিডেন্ট পেনা) ভালো আছেন এবং মেডিকেল পরীক্ষার ফলাফলের জন্য অপেক্ষা করছেন। যদিও বার্তাসংস্থা রয়টার্সের পক্ষ থেকে এ বিষয়ে আরও তথ্যের জন্য যোগাযোগ করা হলেও তারা সাড়া দেয়নি। উল্লেখ্য, গত বছরের মে মাসে প্যারাগুয়ের প্রেসিডেন্ট নির্বাচিত হন সান্তিয়াগো পেনা। এরপর একই বছরের ১৫ আগস্ট পাঁচ বছরের মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন ৪৬ বছর বয়সী সাবেক এই অর্থমন্ত্রী। তিনি চলতি সপ্তাহে প্রতিবেশী দেশ ব্রাজিলে বিশ্ব নেতাদের শীর্ষ সম্মেলনে জি২০-তে যোগ দিয়েছিলেন।
Discussion about this post