ঢাকা: গুরুতর অসুস্থ হয়ে সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার আব্দুর রাজ্জাক হাসপাতালে ভর্তি হয়েছেন। সোমবার (২১ এপ্রিল) সকালে তার একান্ত সহকারী আইনজীবী শিশির মনির সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘স্যার গুরুতর অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন। সবাই তার জন্য দোয়া করবেন।’ এ বিষয়ে ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের ছেলে ব্যারিস্টার এহসান আবদুল্লাহ সিদ্দিকী বলেন, ‘বাবাকে ধানমন্ডির ইবনে সিনা হাসপাতালে ভর্তি করা হয়েছে।’ জ্যেষ্ঠ আইনজীবী আব্দুর রাজ্জাক গত বছরের ২৬ ডিসেম্বর দীর্ঘ ১১ বছর পর যুক্তরাজ্য থেকে দেশে ফেরেন। দেশে ফিরে আবারও সক্রিয়ভাবে আইন পেশায় যুক্ত হন। এরপর ৬ জানুয়ারি তার জুনিয়ররা সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে তাকে সংবর্ধনা দেন।
Discussion about this post