দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার দাউদকান্দিতে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে নিহত বাবু হত্যা মামলার আসামি সুন্দলপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আলাউদ্দিন গ্রেফতার হয়েছেন। শনিবার (৮ ফেব্রুয়ারি) দিবাগত রাতে রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে দাউদকান্দি মডেল থানা পুলিশ তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আলাউদ্দিন (৪৭) দাউদকান্দি উপজেলার সুন্দলপুর ইউনিয়নের মুদাফ্ফরদি গ্রামের মৃত মনু মিয়ার ছেলে। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জুনায়েত চৌধুরী। তিনি বলেন, “বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে নিহত বাবু হত্যা মামলার ৩১ নম্বর এজাহারভুক্ত আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। রবিবার দুপুরে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
Discussion about this post