ঢাকা: বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের যাত্রীবাহী একটি ফ্লাইট রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে দুবাই যাওয়ার কথা ছিল। তবে চট্টগ্রামে বৈরী আবহাওয়ার কারণে ফ্লাইটটি পুনরায় ঢাকায় ফিরে আসে। ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে দুবাইগামী বিজি-১৪৭ ফ্লাইটটি খারাপ আবহাওয়ার কারণে গতকাল বৃহস্পতিবার (২৯ মে) দিবাগত রাত ৯টা ৪৪ মিনিটে ঢাকায় ফেরত আসে। ফলে এই বিমানযাত্রায় কয়েক ঘণ্টার বিলম্ব ঘটে। চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী ইব্রাহিম খলিল জানান, চট্টগ্রামে অনুকূল আবহাওয়া না থাকায় নিরাপত্তার স্বার্থে ফ্লাইটটি ঢাকায় ফেরত পাঠানো হয়। রাত কাটিয়ে ফ্লাইটটি সকাল ৪টা ১৬ মিনিটে পুনরায় চট্টগ্রামে অবতরণ করে এবং আবহাওয়ার উন্নতি হলে শুক্রবার সকাল ৫টা ৩১ মিনিটে দুবাইয়ের উদ্দেশে যাত্রা করে।
Discussion about this post