বেনাপোল(যশোরে) প্রতিনিধি: যশোরের বেনাপোল সীমান্তে শুটারগানসহ সম্রাট হোসেন (২৭) নামে এক অস্ত্র ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে অস্ত্রের চালানসহ তাকে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গ্রেপ্তার সম্রাট হোসেন বেনাপোল পোর্ট থানার দৌলতপুর গ্রামের মোশারফ হোসেনের ছেলে। বিজিবি জানায়, গোপন খবরের ভিত্তিতে বিজিরি একটি অভিযানিক দল পৃথক দুটি অভিযানে দৌলতপুর সীমান্তে সম্রাট হোসেন নামে একজনকে আটক করে। পরে তার হাতে থাকা ব্যাগে তল্লাশি করে ২টি (নাইন এমএম) বিদেশি পিস্তল, ২টি দেশি ওয়ান শুটারগান, ২টি ম্যাগজিন ও ৪ রাউন্ড গুলি জব্দ করা হয়। এছাড়া অগ্রভুলাট সীমান্তে বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা কৌশলে পালিয়ে যায়। সেখান থেকে ১টি (নাইম এমএম) বিদেশি পিস্তল, ২টি দেশি ওয়ান শুটারগান, ১টি ম্যাগাজিন ও ৬ রাউন্ড গুলি পরিত্যক্ত অবস্থায় জব্দ করা হয়। খুলনা-২১ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে. কর্ণেল তানভীর রহমান জানান, ভারত থেকে এসব অস্ত্র এনে দেশে সন্ত্রাশি কাজে ব্যবহারের উদ্দেশে মজুদ করা হচ্ছিল। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে গ্রেপ্তারকৃত সম্রাট বিজিবির কাছে এ কথা স্বীকার করেন। গ্রেপ্তার সম্রাটের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দিয়ে তাকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।
Discussion about this post