স্পোর্টস রিপোর্ট: উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের খেলায় বর্তমান চ্যাম্পিয়ন চেলসিকে তাদের মাঠেই উড়িয়ে দিল স্প্যানিশ জায়ান্ট ক্লাব রিয়াল মাদ্রিদ। স্টামফোর্ড ব্রিজে অনুষ্ঠিত ম্যাচে করিম বেনজেমার হ্যাটট্রিকে চেলসির বিপক্ষে ৩-১ গোল ব্যবধানে হারিয়েছে কার্লো আনচেলত্তির শিষ্যরা। আর তাতেই সেমিফাইনালে এক পা দিয়ে রাখল রিয়াল মাদ্রিদ। এ জয়ের ফলে দ্বিতীয় লেগের ড্র করলেও সেরা চারে উঠে যাবে স্প্যানিশ ক্লাব। শুধু তাই নয়, এক গোল ব্যবধানে হারলেও কোনো সমস্যায় পড়তে হবে না চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে সর্বোচ্চ শিরোপাধারী ক্লাবটিকে। ঘরের মাটিতে সহজ জয় পাবে চেলসি, এমনটাই ভেবেছিল ক্লাবটির সমর্থকরা। সেই উদ্দেশ্যেই খেলতে নেমে শুরুতে বল দখল এবং আক্রমণে বেশ আধিপত্য বিস্তার করে চেলসি। কিন্তু ম্যাচের ২১তম মিনিটে উল্টো গোল খেয়ে বসে স্বাগতিকরা। দুর্দান্ত এক গোলে দলকে এগিয়ে নেন করিম বেনজেমা। প্রথম গোলে মাত্র তিন মিনিট পরেই ব্যবধান দ্বিগুণ করেন এই ফরাসি তারকা ফুটবলার। দুই গোলে পিছিয়ে থাকা টমাস টুখেল বাহিনী গোলের জন্য মরিয়া হয়ে উঠে। প্রতিপক্ষে রক্ষণভাগে চালাতে থাকে একের পর এক আক্রমণ। তাতেই পেয়ে যায় সফলতা। প্রথমার্ধের কাইল হাভার্টজের গোলে ব্যবধান কমায় চেলতি। তবুও ২-১ গোলে পিছিয়ে থেকেই বিরতিতে যায় চেলসি দ্বিতীয়ার্ধে সমতায় ফিরতে খেলতে নামা চেলসি শুরুতেই খেয়ে বসে আরও এক গোল। বিরতি থেকে ফেরার প্রথম মিনিটেই গোল করে ম্যাচে নিজের হ্যাটট্রিক পূর্ণ করার পাশাপাশি দলকে জয়ের দিকে আরও এক ধাপ এগিয়ে দেন বেনজেমা। এরপর আর কোনো গোল না হলে ৩-১ ব্যবধানে জয় নিয়েই মাঠ ছাড়ে রিয়াল মাদ্রিদ।
Discussion about this post