ঢাকা:লন্ডন ক্লিনিকের চিকিৎসকরা অনুমতি দিলে শিগগিরই বিএনপি চেয়াপারসন বেগম খালেদা জিয়া দেশে ফিরে আসবেন বলে জানালেন দলের স্থায়ী কমিটির সদস্য ও বেগম জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন।সোমবার সন্ধ্যায় যুক্তরাজ্যের পূর্ব লন্ডনে এক ইফতার মাহফিল শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান ডা. জাহিদ। তিনি বলেন, আগের চেয়ে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। লন্ডন ক্লিনিকের চিকিৎসকরা বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাসায় গিয়ে নিয়মিতভাবে বেগম জিয়াকে চিকিৎসা দিয়ে যাচ্ছেন।ডা. জাহিদ আরও বলেন, ছেলে তারেক রহমান ও তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান, আরাফাত রহমান কোকোর স্ত্রী এবং নাতি নাতনিদের সান্নিধ্য পেয়ে বেগম জিয়া মানসিকভাবে আগের চেয়ে অনেকটাই সুস্থ বোধ করছেন। সাবেক এই প্রধানমন্ত্রীর পরিপূর্ণ সুস্থতার জন্য দেশবাসীর দোয়া কামনা করেন তিনি।
Discussion about this post