বিশেষ প্রতিনিধি: রাজধানীর বেইলি রোডে কাচ্চি ভাই রেস্টুরেন্টের বহুতল ভবনে আগুনের ঘটনায় হতহতদের আপডেট জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সামন্ত লাল সেন। তিনি বলেন, এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় হাসাপতালে ভর্তি আছেন ১২ জন। সবাইকে সরকারি খরচে চিকিৎসা দেওয়া হবে। বৃহস্পতিবার (১ মার্চ) সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসাপাতালের বার্ন ইউনিট এবং শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। তিনি জানান, বেইলি রোডে রেস্টুরেন্টে আগুনের ঘটনায় এখন পর্যন্ত মারা গেছেন ৪৬ জন। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন ১২ জন। যাদের অবস্থা আশঙ্কাজনক। দগ্ধ রোগীদের পর্যবেক্ষণ করে তিনি আরও জানান, এখন পর্যন্ত ৩৮টি মরদেহ হস্তান্তর করা হয়েছে। বাকি ৮টি মরদেহের মধ্যে ৫টি শনাক্ত করা হয়নি। ডিএনএ টেস্টের মাধ্যমে তাদের পরিচয় শনাক্ত করা হবে। আহত ১২ জন্যের মধ্যে ১০ জন রয়েছেন শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে এবং দুই জন ঢাকা মেডিকেলে।
Discussion about this post