গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের টঙ্গী তুরাগ নদীর ওপর ময়মনসিংহগামী ড্রাম ট্রাক বেইলি ব্রিজ ভেঙে নদীতে পড়ে গেছে। শনিবার (২১ ডিসেম্বর) ভোর রাতে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পর থেকে বন্ধ রয়েছে এ পথে যান চলাচল। এদিকে, এ পথে চলাচলকারী যাত্রী ও যানবাহনকে টঙ্গী ব্রিজ এড়িয়ে কামারপাড়া-মুন্নুগেইট সড়ক ও বিআরটি ফ্লাইওভার ব্যবহার করার নির্দেশনা দিয়েছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। স্থানীয়রা বলছেন, ভোর রাতে হঠাৎ বিকট শব্দ শুনতে পান তারা। পরে এসে দেখেন ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী তুরাগ নদীর তীরে বেইলি ব্রিজ ভেঙে ট্রাকনিচে পড়ে গেছে। পুলিশ বলছে, টঙ্গীর বেইলি ব্রিজ ভেঙে ট্রাক তুরাগ নদীতে পড়ে গেছে। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
Discussion about this post