ঢাকা: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বসবে বিএনপি। বুধবার (১৬ এপ্রিল) দুপুর ১২টায় রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ বৈঠকটি অনুষ্ঠিত হবে। এতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের শীর্ষ নেতারা অংশ নেবেন। বিএনপির চেয়ারপারসনের প্রেস উইং থেকে আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) জানানো হয়, সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, ডিসেম্বর ২০২৫ থেকে জুন ২০২৬- এর মধ্যে নির্বাচন হতে পারে। তবে বিএনপির মতে, এটি কোনো সুস্পষ্ট রোডম্যাপ নয়। এ কারণেই তারা সরাসরি প্রধান উপদেষ্টার কাছে সরকারের নির্বাচন-সংক্রান্ত পরিকল্পনা জানতে চায়। এর আগে গত ৯ এপ্রিল দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেন, “নির্বাচন নিয়ে দেশজুড়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। আমরা প্রধান উপদেষ্টার কাছে নির্বাচনের একটি নির্ভরযোগ্য রোডম্যাপ দাবি করব।” বিএনপি মনে করছে, নির্বাচন বিষয়ে সুনির্দিষ্ট সময়সীমা ও পদ্ধতি ছাড়া সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন সম্ভব নয়।
Discussion about this post