বিনোদন ডেস্ক: জীবনের নতুন অধ্যায় শুরু করলেন মডেল ও অভিনেত্রী এমিয়া এমি। বিয়ে করেছেন ‘ডনগিরি’ ছবির এই নায়িকা। রবিবার সন্ধ্যায় রাজধানীর একটি কাজী অফিসে সম্পন্ন হয়েছে সেই বিয়ের আনুষ্ঠানিকতা। সেখানে উপস্থিত ছিলেন শুধু কাছের কয়েকজন বন্ধুবান্ধব। এমির স্বামীর নাম ফাহেয়াজ শাহরুখ। তিনি পেশায় একজন অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ার। তার গ্রামের বাড়ি কুমিল্লা। তবে জন্ম ও বেড়ে ওঠা ঢাকায়। এমি জানিয়েছেন, মাত্র চার দিনের পরিচয়ে তিনি ফাহেয়াজ শাহরুখকে বিয়ে করেছেন। এক্ষেত্রে এমি আলোচিত নায়িকা পরীমনিকে ছাপিয়ে গেলেন। পরীমনি মাত্র সাত দিনের পরিচয়ে সহ-অভিনেতা শরিফুল রাজকে বিয়ের সিদ্ধান্ত নেন বলে জানিয়েছিলেন। অন্যদিকে, এমি ফাহেয়াজ শাহরুখ বিয়ে করার সিদ্ধান্ত নেন পরিচয়ের মাত্র পাঁচ দিনের মাথায়। এমি জানান, ‘কমন ফ্রেন্ডের মাধ্যমে আমাদের পরিচয়। তাও মাত্র চার দিনের। পাঁচ দিনের মাথায় দুজনের মনে হলো, আমরা সারাজীবন একসঙ্গে থাকতে চাই। এক ঘণ্টার ডিসিশনে বিয়ে করেছি আমরা।’ এমি বলেন, ‘হুট করে বিয়ের সিদ্ধান্ত নেওয়ায় সবাইকে সেভাবে বলতে পারিনি। শিগগিরই বিবাহ সংবর্ধনার অনুষ্ঠান করার ইচ্ছা আছে। তখন সবাই দাওয়াত করব।’ দোয়া চেয়ে নায়িকা বলেন, ‘যে বিশ্বাস আর ভালোবাসা নিয়ে দাম্পত্য জীবন শুরু করেছি, সারাজীবন যেন এটা বজায় থাকে।’ হানিমুন কোথায় করবেন? এ প্রসঙ্গে এমি বলেন, ‘আমার স্বামী ফাহেয়াজ শাহরুখ লন্ডনে চলে যাবে। তাই হানিমুনের এখনো কোনো পরিকল্পনা সেভাবে করা হয়নি। তবে পবিত্র হজ পালনের মাধ্যমে আমাদের হানিমুন শুরু করার ইচ্ছা আছে।’ এমির ক্যারিয়ার শুরু মডেলিং দিয়ে। ২০১৭ সালে ‘আপন মানুষ’ সিনেমার মাধ্যমে শুরু করেন চলচ্চিত্রে যাত্রা। ২০১৯ সালে শাহ আলম মন্ডল পরিচালিত ‘ডনগিরি’ দিয়ে আসেন আলোচনায়। সেখানে এমির নায়ক ছিলেন বাপ্পি চৌধুরী। তবুও নানা কারণে অভিনয়ে অনিয়মিত এই নায়িকা।
Discussion about this post