স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সহ-সভাপতি ও সাবেক অধিনায়ক ফারুক আহমেদ হার্ট অ্যাটাক করে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন।ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, রোববার (০৯ নভেম্বর) দুপুরে হার্ট অ্যাটাক করেন তিনি। পরে তাকে দ্রুত হাসপাতালে নেওয়ার পর বিকেলে এনজিওগ্রাম সম্পন্ন করে হার্টে রিং পরানো হয়। সূত্রটি আরও জানায়, সাবেক এই ক্রিকেটারের হার্টে একটি ব্লক ধরা পড়েছে।গত অক্টোবরে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির সহ-সভাপতি নির্বাচিত হন ফারুক। এর আগে, বিসিবির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন তিনি। ২০২৪ সালের ২১ আগস্ট নাজমুল হাসান পাপনের স্থলাভিষিক্ত হন ফারুক। ৯ মাস সেই দায়িত্বে ছিলেন তিনি।উল্লেখ্য ১৯৮৮ থেকে ১৯৯৯ সাল পর্যন্ত জাতীয় দলে খেলেছেন ফারুক। ১৯৯৪ সালের আইসিসি ট্রফিতে বাংলাদেশ দলের অধিনায়ক হিসেবেও নেতৃত্ব দেন তিনি।
























































Discussion about this post