ঢাকা: রাজধানীর মহাখালী ডিওএইচএসে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও ফ্যাসিলিটিজ বিভাগের প্রধান সাবেক ক্রিকেটার আকরাম খানের বাসার গৃহকর্মী সাহিদা আক্তারের (২৫) মরদেহ উদ্ধার করা হয়েছে। রবিবার (২৮ আগস্ট) রাত ১১টার দিকে ঘটনাস্থলে যায় কাফরুল থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেন কাফরুল থানার এসআই মো. হাসিব। তিনি বলেন, মহাখালী ডিওএইচএসের ৩ নম্বর রোডের ১৫৭ নম্বর বাসার কাছ থেকে আকরাম খানের বাসার কাজের মেয়ের মরদেহ শনাক্ত করা হয়। মরদেহ সুরতহালের জন্য থানা থেকে নারী পুলিশ সদস্য রওনা করেছেন। সুরতহালের পর মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। এসআই হাসিব বলেন, এটা স্বাভাবিক মৃত্যু কিনা তা ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পরে জানা যাবে।
Discussion about this post