স্পোর্টস রিপোর্ট: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক ও সফল সংগঠক শফিকুর রহমান মুন্না আর নেই। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। প্রাণঘাতী ক্যান্সারে আক্রান্ত হয়ে মঙ্গলবার (২৩ আগস্ট) শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর। আজ বাদ আসর রাজধানীর গুলশানের আজাদ মসজিদে তারা জানাজা অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। শফিকুর রহমান মুন্না মহান স্বাধীনতার পর ঢাকার ক্লাব ক্রিকেটকে আকর্ষণীয় ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করে তুলতে অগ্রণী ভূমিকা রাখেন। শফিকুর রহমান মুন্না জন্মগতভাবেই ক্রীড়া পরিবারের সন্তান। তার পিতা প্রয়াত শহিদুর রহমান কচিও ছিলেন দেশের খেলাধুলার অন্যতম সংগঠক। দেশের অন্যতম ঐতিহ্যবাহী ক্লাব ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক ছিলেন কচি।
Discussion about this post