ঢাকা: বিশ্ব ইজতেমার প্রস্তুতি ও পর্যালোচনা সংক্রান্ত ফলোআপ সভা শুক্রবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, এছাড়া- মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ খ ম মোজাম্মেল হক, ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) কমিশনার মোল্যা নজরুল ইসলাম বিপিএম (বার) পিপিএম (বার), গাজীপুর জেলা প্রশাসক আনিসুল হক, ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণ, তাবলীগ জামাতের জোবায়ের পন্থী ও সাদ পন্থী প্রতিনিধিসহ বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বিশ্ব ইজতেমায় আইনশৃঙ্খলা রক্ষা, সার্বিক নিরাপত্তা ও অন্যান্য প্রাসঙ্গিক বিষয়ে গত দুমাস আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত সভায় গৃহীত সিদ্ধান্তগুলো বাস্তবায়নের অগ্রগতি ও প্রস্তুতি পর্যালোচনায় এ ফলোআপ সভা অনুষ্ঠিত হয়। প্রসঙ্গত, গাজীপুর সিটি করপোরেশনের সহযোগিতায় মহানগরীর টঙ্গী পশ্চিম থানাধীন এলাকায় আগামী ১৩-১৫ জানুয়ারি ১ম পর্ব এবং ২০-২২ জানুয়ারি ২য় পর্বে ইজতেমা অনুষ্ঠিত হবে।
Discussion about this post