আন্তর্জাতিক ডেস্ক: করোনাভাইরাসে বিশ্বে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৮৪০ জন মানুষের মৃত্যু হয়েছে। শনিবার (২৭ আগস্ট) সকালে করোনা সংক্রমণ, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য জানা গেছে। বিশ্বজুড়ে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৬ লাখ ৭৬ হাজার ৪০০ জন । ওয়ার্ল্ডওমিটার্স বলছে, শুক্রবার দৈনিক সংক্রমণে বিশ্বে শীর্ষে ছিল জাপান; দেশটিতে এই দিন করোনা শনাক্ত হয়েছে ২ লাখ ২৭ হাজার ১৩৯ জনের এবং কোভিডজনিত অসুস্থতায় মারা গেছেন ৩১০ জন। এছাড়া কোভিডজনিত অসুস্থতায় এ দিন সর্বোচ্চ মৃত্যু ঘটেছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে করোনায় মৃত্যু হয়েছে ৩১২ জনের, আর করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন ৬৩ হাজার ৭৯৭ জন। এছাড়া গত এক দিন ব্রাজিল, জাপান, জার্মানিসহ বিশ্বের অনেক দেশেই করোনার উচ্চহার দেখা গেছে। এর মধ্যে ব্রাজিলে মারা গেছেন ১৩৬ জন, নতুন আক্রান্ত ১৮ হাজার ২৭০ জন, জার্মানিতে মারা গেছেন ১০১ জন, নতুন আক্রান্ত ৩৩ হাজার ২২৬ জন, ইতালিতে মারা গেছেন ৯৯ জন, নতুন আক্রান্ত ২১ হাজার ৯৯৫ জন ও দক্ষিণ কোরিয়ায় নতুন আক্রান্ত ১ লাখ ১ হাজার ৬৪ জন, মারা গেছে ৮১ জন। বিশ্বে বর্তমানে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ১ কোটি ৮৬ লাখ ৩৩ হাজার ৩২৬ জন। এই রোগীদের মধ্যে করোনার মৃদু উপসর্গ বহন করছেন ১ কোটি ৮৫ লাখ ৮৯ হাজার ৮৩৬ জন এবং গুরুতর অসুস্থ অবস্থায় রয়েছেন ৪৩ হাজার ৪৯০ জন। ২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহরে বিশ্বের প্রথম করোনায় আক্রান্ত রোগী শনাক্ত ও মৃত্যুর ঘটনা ঘটে। এরপর ২০ সালের ২০ জানুয়ারিতে বিশ্বজুড়ে জরুরি অবস্থা জারি করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। ওই বছরের ১১ মার্চ করোনাকে মহামারি হিসেবে ঘোষণা করে ডব্লিউএইচও।
Discussion about this post