আন্তর্জাতিক ডেস্ক: করোনাভাইরাসে বিশ্বে গত ২৪ ঘণ্টায় ১৭০০ মানুষের মৃত্যু হয়েছে। অর্থাৎ আগের দিনের তুলনায় মৃত্যুর সংখ্যা কমার পাশাপাশি আক্রান্ত রোগীর সংখ্যাও কমেছে। শুক্রবার (২৬ আগস্ট) সকালে করোনা সংক্রমণ, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য জানা গেছে। বিশ্বজুড়ে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৬ লাখ ৬৮ হাজার ২২৮ জন। বর্তমানে বিশ্বে করোনায় আক্রান্ত মোট রোগীর সংখ্যা ৬০ কোটি ৩৯ লাখ ৪৪ হাজার ৮৫৪ জন। গত ২৪ ঘণ্টায় বিশ্বে সবচেয়ে বেশি করোনায় আক্রান্ত ও প্রাণহানির ঘটনা ঘটেছে জাপানে। এই সময়ের মধ্যে দেশটিতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ২ লাখ ৩৭ হাজার ৪১০ জন এবং মারা গেছেন ২৯৩ জন।
Discussion about this post