ডেস্ক রিপোর্ট: গত একদিনে বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ১১০০ জন। নতুন মৃত্যু নিয়ে বিশ্বে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬৬ লাখ ৭২ হাজার ৩৩৫ জনে। একই সময়ে ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন দুই লাখ ৩২ হাজার ৯৮৭ জন। এ পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৫ কোটি ৮১ লাখ ২৯ হাজার ৬২২ জনে। গত একদিনে বিশ্বে করোনায় মৃত্যু বাড়লেও কমেছে সংক্রমণ। এদিকে গত একদিনে করোনা থেকে সেরে উঠেছেন চার লাখ ৫৩ হাজার ৮৭৬ জন। ফলে এখন পর্যন্ত করোনা থেকে সেরে উঠেছেন ৬৩ কোটি ১৯ লাখ ১৪ হাজার ১৭৭ জন। মঙ্গলবার (২০ ডিসেম্বর) সকালে বৈশ্বিক পর্যায়ে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার আপডেট দেয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য জানা গেছে।
Discussion about this post