আন্তর্জাতিক ডেস্ক : বিশ্ববাজারে স্বর্ণ ও রুপার দাম মঙ্গলবার রেকর্ড উচ্চতার কাছাকাছি অবস্থান করছে। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গ্রিনল্যান্ড দখলের হুমকি ঘিরে বৈশ্বিক অনিশ্চয়তা বাড়ায় বিনিয়োগকারীরা নিরাপদ সম্পদ হিসেবে সোনা ও রুপার দিকে ঝুঁকছেন। মঙ্গলবার গ্রিনিচ মান সময় ভোর ৩টা ৩৬ মিনিটে স্পট মার্কেটে স্বর্ণের দাম আউন্সপ্রতি ০ দশমিক ১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৬৭৫ দশমিক ৩২ ডলারে। আগের লেনদেনে স্বর্ণ সর্বকালের সর্বোচ্চ ৪ হাজার ৬৮৯ দশমিক ৩৯ ডলারে পৌঁছায়। অন্যদিকে, রুপার দাম কিছুটা কমেছে। স্পট মার্কেটে রুপার দাম ১ দশমিক ৪ শতাংশ কমে আউন্সপ্রতি ৯৩ দশমিক ৩৩ ডলারে নেমে এসেছে। এর আগে, লেনদেনের একপর্যায়ে রুপার দাম রেকর্ড ৯৪ দশমিক ৭২ ডলারে পৌঁছেছিল। বাজার বিশ্লেষকরা বলছেন, ট্রাম্পের সাম্প্রতিক বক্তব্য ও ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে তার বিরোধ ঘিরে বিনিয়োগকারীরা সতর্ক অবস্থান নিয়েছেন। কেসিএম ট্রেডের প্রধান বাজার বিশ্লেষক টিম ওয়াটারার বলেন, “স্বর্ণ আপাতত সাম্প্রতিক ঊর্ধ্বগতির পর কিছুটা স্থিতিশীল অবস্থায় রয়েছে। ট্রাম্পের গ্রিনল্যান্ড ইস্যুতে ইইউর সঙ্গে নতুন করে বিরোধ কী দিকে যায়, তা দেখার অপেক্ষায় আছেন ব্যবসায়ীরা।” তিনি আরও বলেন, ট্রাম্প যদি শুল্ক আরোপের হুমকি জোরালো করেন, তাহলে স্বল্পমেয়াদে স্বর্ণের দাম ৪ হাজার ৭০০ ডলারের সীমা ছাড়িয়ে যেতে পারে। তবে দাভোসে চলমান বৈঠকে যদি ইউরোপীয় ইউনিয়নের নেতারা ট্রাম্পের সঙ্গে সমঝোতায় পৌঁছাতে পারেন, তাহলে স্বর্ণের ওপর থাকা ঝুঁকি-ভিত্তিক অতিরিক্ত মূল্য কিছুটা কমে যেতে পারে। উল্লেখ্য, ট্রাম্প ন্যাটোভুক্ত দেশ ডেনমার্কের কাছ থেকে গ্রিনল্যান্ডের সার্বভৌমত্ব নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার প্রচেষ্টা জোরদার করেছেন। এর প্রতিক্রিয়ায় ইউরোপীয় ইউনিয়নও পাল্টা পদক্ষেপ নেওয়ার বিষয়টি বিবেচনা করছে। এদিকে, শুল্কসংক্রান্ত হুমকির জেরে যুক্তরাষ্ট্রের শেয়ারবাজার ও সরকারি বন্ডে ব্যাপক বিক্রি দেখা দেওয়ায় ডলারের দর এক সপ্তাহের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। এতে স্বর্ণের দাম আরও সহায়তা পেয়েছে। এছাড়া যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের স্বাধীনতা নিয়েও উদ্বেগ বাড়ছে। চলতি সপ্তাহে মার্কিন সুপ্রিম কোর্ট ট্রাম্পের বিরুদ্ধে ফেড গভর্নর লিসা কুককে অপসারণের চেষ্টাসংক্রান্ত একটি মামলা শুনতে পারে বলে জানা গেছে। জানুয়ারি ২৭–২৮ তারিখের বৈঠকে ফেড সুদের হার অপরিবর্তিত রাখবে বলেই বাজারের প্রত্যাশা, যদিও ট্রাম্প হার কমানোর দাবি জানিয়ে আসছেন। সাধারণত কম সুদের পরিবেশে সুদবিহীন সম্পদ হিসেবে স্বর্ণ ভালো পারফরম্যান্স দেখায়। এদিকে, মূল্যবান ধাতুর বাজারে দরপতন দেখা গেছে। স্পট প্লাটিনামের দাম ১ দশমিক ৮ শতাংশ কমে আউন্সপ্রতি ২ হাজার ৩৩১ দশমিক ২০ ডলারে নেমেছে। একই সময়ে প্যালাডিয়ামের দাম ২ শতাংশ কমে দাঁড়িয়েছে আউন্সপ্রতি ১ হাজার ৮০৪ দশমিক ১৫ ডলারে।






















































Discussion about this post