আন্তর্জাতিক ডেস্ক: বিভিন্ন দেশের ওপর যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের পর বিশ্ববাজারে স্বর্ণের দাম বেড়ে রেকর্ড উচ্চতায় পৌঁছেছিল। আজ সোমবার (১৪ এপ্রিল) সেই দাম কিছুটা কমেছে। যদিও এখনো স্বর্ণের দাম আউন্সপ্রতি তিন হাজার ২০০ ডলারের ওপরে। আজ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বিষয়টি জানানো হয়েছে। খবরে বলা হয়েছে, আজ আউন্সপ্রতি স্বর্ণের দাম শূন্য দশমিক চার শতাংশ কমে তিন হাজার ২২২ দশমিক ৪৯ ডলারে দাঁড়িয়েছে। এর আগের দিন স্বর্ণের দাম বেড়ে রেকর্ড তিন হাজার ২৪৫ দশমিক ৪২ ডলারে দাঁড়িয়েছিল। একই সময়ে ইউএস গোল্ড ফিউচারের দাম আউন্সপ্রতি শূন্য দশমিক ২ শতাংশ কমে তিন হাজার ২৩৮ দশমিক ৫০ ডলারে দাঁড়িয়েছে। রয়টার্স বলছে, ঐতিহ্যগতভাবে স্বর্ণকে ভূ-রাজনৈতিক ও অর্থনৈতিক অনিশ্চয়তার বিরুদ্ধে একটি প্রতিরক্ষা হিসেবে দেখা হয়। মূলত তীব্র বাণিজ্যযুদ্ধের মধ্যেই ট্রাম্পের বাড়তি শুল্ক থেকে অব্যাহতি পেয়েছে কম্পিউটার এবং কিছু ইলেকট্রনিক যন্ত্রপাতি। চীন থেকে এসব পণ্য আমদানিতে ১২৫ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছিল। ইউএস কাস্টমস অ্যান্ড বর্ডার পেট্রোল এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বেশিরভাগ দেশের ওপর ট্রাম্প যে ন্যূনতম ১০ শতাংশ শুল্ক আরোপ করেছেন সেই শুল্ক এবং চীনের ওপর আরোপিত উচ্চ হারের সম্পূরক শুল্কের আওতার বাইরে থাকবে এসব পণ্য।
Discussion about this post