স্টাফ রিপোর্টার(গাজীপুর): গাজীপুর মহানগরে ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে ৩৪ জনকে আটক করেছে পুলিশ। এ সময়ে তাদের কাছ থেকে ৪০ গ্রাম হেরোইন, ছয় কেজি গাঁজা এবং ৩৮৮ পিস ইয়াবা জব্দ করা হয়। বুধবার সকালে গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) একটি সূত্র এ তথ্য জানান করেন। জিএমপির ওই সূত্রটি বলছে, গত ২৪ ঘণ্টায় জিএমপির বিভিন্ন থানায় ৪০ গ্রাম হেরোইন, ছয় কেজি গাঁজা, ৩৮৮ পিস ইয়াবাসহ ১৩ জনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদক আইনে মামলা করা হয়েছে। এছাড়াও গত ২৪ ঘণ্টায় বিভিন্ন থানায় ওয়ারেন্টভুক্ত আরও ২১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
Discussion about this post