ঢাকা: ৱ্যাব বিলুপ্তির বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, বিলুপ্ত না হয়ে নতুন নাম এবং নতুন পোশাকে আসছে ৱ্যাপিড অ্যাকশান ব্যাটালিয়ন (ৱ্যাব)। আগামী মাসে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা সংক্রান্ত বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত হবে বলে জানান তিনি। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ার) সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা জানান। কিশোর গ্যাং এবং ছিনতাই রাজধানীতে অনেকটাই কমেছে দাবি করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, বিভিন্ন দাবি-দাবার কারণে আইনশৃঙ্খলা বাহিনী ঠিকঠাক কাজ করতে পারছে না। এ সময় কারও কোনো দাবিদাবা থাকলে সংশ্লিষ্ট দপ্তরে জানানোর পাশাপাশি প্রয়োজনে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশে করারও আহ্বান জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।
Discussion about this post