মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুরে বিরোধের জেরে প্রতিপক্ষের দুজনকে কুপিয়ে আহত করার অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে বলে মাদারীপুর সদর থানার ওসি মনোয়ার হোসেন চৌধুরী জানান। আহতরা হলেন- নূরুল হক শরীফ (৩৬) ও ঝন্টু মাতুব্বর (৩৫)। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। স্থানীয়দের বরাতে ওসি বলেন, কেন্দুয়ার ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সাইদুল শরীফের লোকজনের সঙ্গে জয়নাল মাতুব্বর নামের এক ব্যক্তির দীর্ঘদিনের বিরোধ চলছিল। এর জেরে জয়নালের সমর্থকেরা সাইদুলের ভাই নূরুল হক শরীফ ও তার সমর্থক ঝন্টু মাতুব্বরকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে। স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে জেলা সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ বিষয়ে জানতে চাইলে সাইদুল বলেন, “জয়নাল মাতুব্বরের লোকেরা শরীফ ও ঝন্টুকে চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেছে। পুলিশকে বিষয়টি জানানো হয়েছে।” তবে অভিযোগ অস্বীকার করে জয়নাল সাংবাদিকদের বলেন, “ইউপি মেম্বারের ভাইকে আমার কোনো সমর্থক কোপায়নি। অন্য ঘটনা নিয়ে মারামারি করে বিষয়টি আমার ওপর এখন চাপানো হচ্ছে।”
Discussion about this post