আন্তর্জাতিক ডেস্ক: বিরোধীদের সন্ত্রাসী আখ্যা দিয়ে মিয়ানমারের সশস্ত্র বাহিনী দিবসে বর্তমানে দেশটির ক্ষমতায় থাকা সামরিক জান্তার প্রধান মিন অং হ্লাইং বলেছেন, ‘সন্ত্রাসী’ বিরোধী বাহিনীর সঙ্গে সামরিক বাহিনী কোনো ধরনের আলোচনায় যাবে না। রবিবার দেওয়া ভাষণে তিনি ওইসব ‘সন্ত্রাসীদের’ নির্মূল করারও অঙ্গীকার করেছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। গত বছরের অভ্যুত্থানের বিরোধিতাকারীরা বলছে, তারাও হাল ছাড়বে না, লড়াই চালিয়ে যাবে। নোবেল পুরস্কারজয়ী অং সান সু চির নির্বাচিত সরকারকে উৎখাত করে গতবছরের ১ ফেব্রুয়ারি ক্ষমতায় বসে দেশটিরে সামরিক বাহিনী; স্থানীয়ভাবে এই বাহিনী তাতমাদাও নামে পরিচিত। ওই অভ্যুত্থানের পর এ নিয়ে দ্বিতীয়বার সশস্ত্র বাহিনী দিবস পালিত হচ্ছে; রাজধানী নেপিডোতে সামরিক কুচকাওয়াজের মধ্য দিয়ে দিবসটি পালিত হয়েছে। রবিবার স্থানীয় সময় সকালে মিয়ানমারের বিভিন্ন সড়কে অভ্যুত্থানবিরোধীদেরও দেখা গেছে, তাদের হাতে থাকা প্ল্যাকার্ডে লেখা ছিল, ‘ফ্যাসিবাদী সামরিক বাহিনীকে উচ্ছেদ কর’। রবিবারের ভাষণে হ্লাইং ‘সন্ত্রাসী’ বিরোধীদের সঙ্গে কোনো ধরনের আলোচনার সম্ভাবনা উড়িয়ে দেন। “নিরপরাধ মানুষকে হত্যা করা সন্ত্রাসী গোষ্ঠী ও তাদের সমর্থকদের সঙ্গে আলোচনার বিষয়টি তাতমাদাও আর বিবেচনায় নেবে না এবং তাদের শেষ দেখে ছাড়বে,” বলেছেন তিনি। বিরোধীদের জাতীয় ঐক্য সরকার (এনইউজি)বলেছে, মিয়ানমারের জনগণ সামরিক বাহিনী ও এর ফ্যাসিবাদী মূল ও শাখা-প্রশাখা উপড়ে ফেলবে। “আমাদের হারিয়ে যাওয়া বীরদের আত্মাকে সঙ্গে নিয়ে শেষ পর্যন্ত আমরা এ তিক্ত লড়াই চালিয়ে যাবো,” বিবৃতিতে বলেছেন এনইউজি’র মুখপাত্র ড. সাসা।
Discussion about this post