স্টাফ রিপোর্টার (চট্টগ্রাম): চট্টগ্রাম আন্তর্জাতিক বিমান বন্দরে দুবাই থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১ যাত্রীকে ১ কেজি স্বর্ণ, আইফোনসহ আটক করা হয়েছে। বৃহস্পতিবার (৪ আগস্ট) সকালে শুল্ক গোয়েন্দা টিম তাকে আটক করে। শুল্ক গোয়েন্দা কর্মকর্তা সুলতান মাহমুদ জানান, দুবাই থেকে বিমান বাংলাদেশের ফ্লাইটে আসা চট্টগ্রামের লোহাগাড়ার মিজানুর রহমান নামের ওই যাত্রীকে আটক করা হয়েছে। ওই যাত্রীর কাছে স্বর্ণবার ৬টি, চুড়ি ১২টি, লকেট ১২টি, আইফোন ১৯টি পাওয়া গেছে। যার বাজারমূল্য প্রায় এক কোটি টাকা। ফ্লাইটটি সকাল ৭ টায় শাহ চট্টগ্রাম বিমানবন্দরে অবতরণ করে। গোপন সংবাদের ভিত্তিতে শুল্ক গোয়েন্দার এয়ারপোর্ট টিম এবং সদর দপ্তরের টিম যৌথভাবে সকাল থেকে এয়ারপোর্ট অবস্থান নেয়। তল্লাশি শেষে যাত্রী মিজানুর রহমানের কাছে রক্ষিত হাত ব্যাগ হতেস্বর্ণালংকার, ১৯টি আই ফোন উদ্ধারসহ তাকে আটক করা হয়। কাস্টমস আইন অনুযায়ী মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আইনানুগ কার্যক্রম শেষে আসামিকে থানায় সোপর্দ করা হবে।
Discussion about this post