স্টাফ রিপোর্টার: রাজধানীর বিমানবন্দর রেলওয়ে দুই নং প্লাটফর্মের মাথায় ৪ নং ডাউন লাইনে ঢাকা গামী বলাকা কমিউটার ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত (০৯) এক বালকের মৃত্যু হয়েছে। বুধবার(২০ ডিসেম্বর)সন্ধ্যা সাড়ে সাতটার দিকে এই দুর্ঘটনাটি ঘটে।পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঢাকা রেলওয়ে বিমানবন্দর পুলিশ ফাঁড়ি থানার পুলিশের সহকারী উপ-পরিদর্শক(এ এসআই) শানু মং মারমা জানান,আমরা খবর পেয়ে বিমানবন্দর রেলওয়ে স্টেশনের দুই নম্বর প্ল্যাটফর্মের মাথায় ৪নং ডাউন লাইনে থেকে তার মরদেহ উদ্ধার করি।পরে আইনি প্রক্রিয়া শেষে ময়নতন্ত্রের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তিনি আরো জানান ,আমরা জানতে পেরেছি নিহত ও বালক ট্রেন লাইন দিয়ে পায়ে হেঁটে যাওয়ার সময় ঢাকাগামী বলাকা কমিউটার ট্রেনের নিচে কাটা পরে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।নিহতের নাম পরিচয় এখনো জানা যায়নি বিস্তারিত জানার চেষ্টা চলছে বলেও জানান তিনি।
Discussion about this post