স্টাফ রিপোর্টার: রাজধানীর বিমানবন্দর থানাধীন বলাকা গোলচত্বর এলাকায় রাস্তা পারাপারের সময় পিকআপ ভ্যানের ধাক্কায় মোঃহুমায়ুন কবির (৫০)নামের এক ব্যক্তি নিহত। রবিবার(০৩ ডিসেম্বর)দুপুরের দিকে এই দুর্ঘটনাটি ঘটে।পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে ওয়ান স্টপ ইমারজেন্সি সেন্টার (ওসেকে) স্বাধীন অবস্থায় সাড়ে তিনটার দিকে মৃত্যু হয়। নিহতের মেয়ে নিশাত জানান,আমার বাবার বিমানবন্দরে হোটেল ব্যবসা ছিল এখনআর ব্যবসা নেই, হোটেলের কিছু লেনদেন ছিল আজ চট্টগ্রাম থেকে চট্টগ্রাম থেকে এসে ঢাকায় আসে তার কাজে। তিনি বিমানবন্দর বলাকা গোল চত্তরের সামনে রাস্তা পারাপার সময় দ্রুতগামী একটি পিকআপ ভ্যান সজরে ধাক্কদেয় আমার বাবা গুরতর আহত হয়।পরে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্থায় আমার বাবার মৃত্যু হয়। তিনি আরো জানান,আমাদের গ্রামের বাড়ি চট্টগ্রাম জেলার হোসাইন ম্যানশন খাজা গরীবে নেওয়াজ বাদুরতলার ৯৭৮/ বি নম্বর বাসার মোঃ মাকসুদ আলীর সন্তান।নিহত তিন মেয়ের জনক ছিলেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মোঃ বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান মরদেহ ঢাকা মেডিকেল কলেজে হাসপাতাল জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
Discussion about this post