ঢাকা: দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে সাইবার হামলা হওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। আজ মঙ্গলবার (৩০ জুলাই) চলমান সময়ে সাইবার নিরাপত্তার বিষয়ে অংশীজনদের সঙ্গে জরুরি বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করার সময় এ শঙ্কার কথা জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, ব্যাংক, টেলিকম, গার্মেন্টস, বিদ্যুৎ ও জ্বালানি খাতে সাইবার হামলার আশঙ্কা করছি। এখন পর্যন্ত হওয়া হামলা নিয়ে পলক বলেন, গত ১০ দিনে ৫০ হাজারেরও বেশিবার হামলা চালিয়ে ৮টি ওয়েবসাইটের ক্ষতি করার চেষ্টা করা হয়েছে। তবে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে হামলা হয়নি। এছাড়া কোনো ওয়েবসাইট থেকে গুরুত্বপূর্ণ তথ্য নিতে পারেনি।
Discussion about this post