ঢাকা: গ্যাস পাইপলাইন মেরামত কাজের কারণে আজ শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দিবাগত রাত ১০টা থেকে ৮ ঘণ্টা কিছু এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।এরই মধ্যে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে তথ্যটি জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।এতে বলা হয়, সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ডেমরা-সিদ্ধিরগঞ্জ-গোদনাইল ভাল্ভ স্টেশনগামী ১০ইঞ্চি বা ১২ইঞ্চি বা ১৪ইঞ্চি মুখ্য বিতরণ পাইপ লাইনের অংশবিশেষ বিচ্ছিন্নকরণ কাজে জরুরি মেরামতের জন্য শুক্রবার রাত ১০টা থেকে পরদিন শনিবার ভোর ৬টা পর্যন্ত মোট ৮ ঘণ্টা নারায়ণগঞ্জ শহর, সিদ্ধিরগঞ্জ, মৌচাক, দেলপাড়া, পাগলা, ফতুল্লা, পঞ্চবটি, মোক্তারপুর ও মুন্সিগঞ্জ এলাকায় বিদ্যমান সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।এ ছাড়া এর আশপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে।উল্লেখ্য, গ্রাহকদের এই সাময়িক অসুবিধার জন্য তিতাস গ্যাস কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করেছে।
Discussion about this post