বিনোদন ডেস্ক: ত্রিভুজ প্রেমের কারণে জীবন হারাতে হলো ভারতের অসমীয়া টেলিভিশন ইন্ডাস্ট্রির উঠতি তারকা অভিনেতা মৃগাঙ্ক বর্মনকে। গত ১২ মে দুপুরে আসামের মহানগরী গুয়াহাটির গারচুক চারিয়ালিতে সিলভার অর্কেড নামক একটি ভবনের পার্কিং এলাকায় নৃশংসভাবে খুন করা হয়েছে অভিনেতাকে। অভিনেতা মৃগাঙ্কের বাড়ি নলবাড়ি। প্রকাশ্যে ছুরিকাঘাত ও মাথায় আঘাতের মাধ্যমে খুন করা হয়েছে তাকে। আর মৃত্যুকালে তার বয়স হয়েছিল মাত্র ২৬ বছর। ভারতীয় একটি সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ত্রিভুজ প্রেমের কারণেই খুন হয়েছেন মৃগাঙ্ক। এ ঘটনায় এরইমধ্যে মহম্মদ আলি ওরফে রাজু আলী নামের এক যুবককে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী পুলিশ। এ ঘটনায় ডেপুটি কমিশনার অব পুলিশ পদ্মনাভ বড়ুয়া জানিয়েছেন, ঘটনাস্থলে গুরুতর জখম অবস্থায় পাওয়া যায় মৃগাঙ্ককে। পরে তাকে উদ্ধার করে বেসরকারি একটি হাসপাতালে নেয়া হলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মৃগাঙ্ককে হত্যার পর মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই গ্রেপ্তার করা হয় রাজুকে। তারপর প্রকাশ্যে আসে চাঞ্চল্যকর তথ্য। তদন্তে জানা গেছে, মৃগাঙ্ক ও রাজু দু’জনেই একজন বিবাহিত নারীর সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন। অভিযোগ, ভবনের একটি হোটেলে ছিলেন মৃগাঙ্ক ও সেই নারী। বিষয়টি জানতে পেরে তাদের ভবনের নিচে ডেকে আনেন রাজু। সেখানে প্রথমে মৃগাঙ্ককে লাঠি দিয়ে আঘাত করা হয় এবং পরবর্তীতে ছুরিকাঘাত করা হয়। আর তাকে জখম অবস্থায় ফেলে পালিয়ে যায় রাজু। অভিনেতার মৃত্যুর ঘটনায় ঘটনাস্থল থেকে লাঠি ও ছুরি উদ্ধার করা হয়েছে। হত্যার যাবতীয় প্রমাণও সংগ্রহ করেছে পুলিশ। এ ব্যাপারে গারচুকের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিক্রম বসুমাতারী জানিয়েছেন, ভারতীয় ন্যায় সংহিতার ১০৩ ধারায় রাজুর বিরুদ্ধে খুনের মামলা করা হয়েছে। ঘটনাটি এখনো তদন্ত করা হচ্ছে।
Discussion about this post