স্পোর্টস ডেস্ক: আগামী ২৬ ডিসেম্বর থেকে শুরু হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১২তম আসর। এবার টুর্নামেন্টটি শুরু হবে সিলেট থেকে। তার আগে ২৪ ডিসেম্বর মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে হওয়ার কথা ছিল বিপিএলের এবারের আসরের উদ্বোধনী অনুষ্ঠান। ‘ছিল’ বলতে হচ্ছে, কারণ অনুষ্ঠানটি আর হওয়ার সম্ভাবনা নেই।গতকাল রাত পর্যন্ত আনুষ্ঠানিকভাবে না জানালেও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সূত্রে জানা গেছে, নিরাপত্তাজনিত কারণে অনুষ্ঠানটি বাতিল হচ্ছে।অনুষ্ঠানটি ঘিরে সব ধরনের প্রস্তুতি প্রায় এগিয়ে রেখেছিল বিসিবি। কিন্তু ২৫ ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা উপলক্ষে ঢাকায় ব্যাপক জনসমাগমের ধারণা করা হচ্ছে। এই পরিস্থিতিতে সার্বিক নিরাপত্তাব্যবস্থা ও ঝুঁকি বিবেচনায় প্রস্তুতি থাকলেও পিছু হটতে হচ্ছে বিসিবিকে।এ নিয়ে জানতে চাইলে বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্যসচিব ও বিসিবির পরিচালক ইফতেখার রহমান মিঠু বলেছেন, ‘নিরাপত্তা ইস্যুতে আমন্ত্রিত অতিথিদের নিয়ে আমরা উদ্বিগ্ন। উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে চারজন সংগীতশিল্পীর সঙ্গে আমাদের কথা চূড়ান্ত হয়েছিল। শেষ মুহূর্তে এসে অনুষ্ঠানটা হয়তো আমাদের বাতিল করতে হতে পারে।’ইফতেখার আরো যোগ করেন, ‘আমরা ক্রীড়া মন্ত্রণালয়ের কাছে জানতে চেয়েছি, কী করা উচিত? এখানে স্বরাষ্ট্রসহ বেশ কয়েকটি মন্ত্রণালয় জড়িত।আগামীকাল (আজ) হয়তো আমরা একটা চূড়ান্ত সিদ্ধান্ত পাব।’মিরপুরের বিকল্প হিসেবে সিলেটেও অনুষ্ঠানটি করা সম্ভব হচ্ছে না। কারণ ২৪ ডিসেম্বর উদ্বোধনী অনুষ্ঠান হওয়ার মাত্র ৪৮ ঘণ্টা পর মাঠটিকে খেলার উপযোগী করে তোলা কঠিন। শেষ পর্যন্ত তাই বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠানটি বাতিলই বলা যায়।























































Discussion about this post