তাহিরপুর(সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার সীমান্ত এলাকার বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুল্লাহ (২১) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় শাহনুর মিয়া (২০) নামে নিহতের মামাতো ভাই গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টায় উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়ন বাগলী বাজারে এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল্লাহ উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের বিনধপুর গ্রামের প্রয়াত কাইয়ুমের ছেলে ও আহত শাহনুর মিয়া (২০) একেই গ্রামের প্রয়াত মকবুল হোসেনের ছেলে। তারা কয়লা ও পাথর ডিপোতে শ্রমিকের কাজ করেন। স্থানীয়রা জানান, উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়ন বাগলী বাজারে ইউপি সদস্য মো. শাহজাহান খন্দকারের একটি ভবনের তালা ভেঙে আব্দুল্লাহ ও শাহনুর ছাদে উঠে। পরে ভবনের পাশ দিয়ে যাওয়া পল্লী বিদ্যুতের তারে হাত লাগলে স্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই আব্দুল্লাহ মারা যায়। এ সময় তাকে বাঁচাতে গিয়ে সঙ্গে থাকা মামাত ভাই শাহনুর মিয়া গুরুত্বর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে তাহিরপুর হাসপাতালে নিয়ে যায়। উত্তর শ্রীপুর ইউপি সদস্য মো. শাহজাহান খন্দকার বলেন, আমার এই ছোট ভবনটির ছাদে উঠার গেইট তালা থাকে। দুই যুবক লুকিয়ে তালা ভেঙে উপরে প্রবেশ করে দুর্ঘটনার শিকার হয়। মৃত্যুর ঘটনার সত্যতা নিশ্চিত করে তাহিরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ ইফতেখার হোসেন বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবক নিহত হয়েছে। তাকে বাঁচাতে গিয়ে আরো একজন আহত হয়েছেন।
Discussion about this post