স্টাফ রিপোর্টার: বাড্ডায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-ছেলের মৃত্যু হয়েছে। বিদ্যুতের তারে জড়িয়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। এ সময় পাশে থাকা তার চার বছরের এক ছেলেও বিদ্যুৎস্পৃষ্ট হয়। শুক্রবার (১০ মার্চ) রাতে এই ঘটনা ঘটে। নিহতদের মরদেহ উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বাড্ডা থানার এসআই ফাতেমা সিদ্দিকা সোমা বলেন, এক বাড়িতে পরিবার নিয়ে ভাড়া থাকতেন ওই নারী। শুক্রবার বিকেলে তিনি বাসার সিঁড়ি মোছার কাজ করছিলেন। এ সময় পাশে থাকা একটি বিদ্যুতের তারে জড়িয়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। এ সময় পাশে থাকা তার চার বছরের এক ছেলেও বিদ্যুৎস্পৃষ্ট হয়। এসআই ফাতেমা সিদ্দিকা সোমা আরও বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার পর তাদের স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। তাদের নাম ঠিকানা ও বিস্তারিত জানার চেষ্টা চলছে।
Discussion about this post