ঢাকা: বিদ্যুতের পাইকারি পর্যায়ে ৫.০৭৪ শতাংশ ও খুচরা পর্যায়ে ৮.৫০ শতাংশ দাম বাড়িয়ে আজই প্রজ্ঞাপন জারি হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুত ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ। তবে এই দাম মার্চ নয়, ফেব্রুয়ারিতে দিতে হবে গ্রাহকদের। বৃহস্পতিবার সচিবালয়ে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। নসরুল হামিদ বলেন, ফেব্রুইয়ারি মাস থেকে বিদ্যুতের এই দাম কার্যকর হবে। তিনি বলেন, পাইকারি পর্যায়ে বিদ্যুতের বর্তমান দাম গড়ে প্রতি ইউনিট ৬.৭০, নতুন দাম ৭.০৪ টাকা। খুচরা পর্যায়ে বর্তমান দাম গড়ে প্রতি ইউনিট ৮.২৫, নতুন দাম ৮.৯৫ টাকা পড়বে। সে অনুযায়ী ১-৫০ ইউনিট ব্যবাহারকারিদের জন্য দাম বেড়েছে ৩৪ পয়সা। আর স্লাব অনুযায়ী সর্বোচ্চ ইউনিট প্রতি দাম বেড়েছে ৭০ পয়সা। আর জ্বালানি তেলের ডাইনামিক প্রাইসিং হবে বিশ্বের তেলের দাম ওঠা নামার উপর। মার্চ থেকে তেলের দাম নির্ধারণের ক্ষেত্রে এই নীতি কার্যকর হবে। প্রতিমন্ত্রী দাবি করেন, বিদ্যুতের নতুন দাম বাজারে নিত্যপণ্যের দামে কোন প্রভাব পড়বে না। কেননা যে দাম বাড়ানো হয়েছে তা কম।
Discussion about this post