নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে বিদেশি মদসহ কামরুল হাসান সজল নামে এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। সোমবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার দূর্গাপুর ইউনিয়ন থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার সকালে তাকে বিচারিক আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে। গ্রেপ্তারকৃত কামরুল হাসান সজলের বাড়ি দূর্গাপুর ইউনিয়নের লক্ষ্মীনারায়ণপুর গ্রামে। পুলিশ জানায়, গোপন সংবাদে রাত সাড়ে ১০টার দিকে বেগমগঞ্জ উপজেলা দূর্গাপুর ইউনিয়নের অভিযান চালায় গোয়েন্দা পুলিশের একটি দল। অভিযানকালে এলাকার চিহ্নিত মাদক কারবারি সজলকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেখানো জায়গা থেকে ৩৮ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মদগুলোর মধ্যে ৭৫০ এমএলএর ৮টি ও ৩৭৫ এমএলএর ৩০টি বোতল রয়েছে। যাতে মোট ১৭লিটার ২৫০ এমএল মদ রয়েছে। জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, সজল দীর্ঘদিন যাবত মাদক কারবারির সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। মদ উদ্ধারের ঘটনায় তার বিরুদ্ধে বেগমগঞ্জ থানায় আরও একটি মামলা দায়ের করা হয়েছে।
Discussion about this post